বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

আনন্দ মিছিল করেছে কসবা-আখাউরা সাধারণ শিক্ষার্থীরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৫২৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সড়ক পরিবহন আইন ২০১৮ মন্ত্রিসভায় চূড়ান্তভাবে অনুমোদন হওয়ায় বুধবার ৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় আনন্দ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শিক্ষার্থীদের দাবী অনুযায়ী একটি আধুনিক ও সময়োপযোগী সড়ক পরিবহন আইনের চূড়ান্ত খসড়া প্রণয়ন করে দেওয়ায় তারা আইনমন্ত্রী আনিসুল হককেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কসবা পৌর এলাকার ৪টি বিদ্যালয় ও ১টি মাদ্রাসার কমপক্ষে পাঁচ হাজার শিক্ষার্থী এ আনন্দ মিছিলে অংশ নেয়।

বুধবার সকাল থেকেই কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়, কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কসবা পৌর উচ্চ বিদ্যালয় ও কসবা মহিলা মাদ্রাসা থেকে কয়েক হাজার শিক্ষার্থী কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে জমতে থাকে। সেখান থেকে বেলা ১০টায় কমপক্ষে ৫ হাজার শিক্ষার্থীর অংশ গ্রহণে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কসবা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কসবা আদর্শ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সাধারণ শিক্ষার্থীরা এ আনন্দ মিছিল করায় তাদেরকে অভিনন্দন জানিয়ে সেখানে গিয়ে বক্তব্য রাখেন, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমন, কসবা পৌর ছাত্রলীগের সভাপতি মো. সৈকত আলী, সাধারণ সম্পাদক মাসুম রানাসহ বিভিন্ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এদিকে নিরাপদ সড়ক সম্পর্কিত সকল দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছেন আখাউড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আখাউড়া টেকনিক্যাল আলিম মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ র‌্যালি বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক-কর্মচারীবৃন্দ অংশ নেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com