প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড জুটি আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। এক বছরের বেশি সময় ধরে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও আদিত্য বা অনন্য এ খবরে সিলমোহর দেননি। তবে পার্টিতে, অনুষ্ঠানে তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে। একসঙ্গে র্যাম্পেও হেঁটেছেন।
তবে পাত্র-পাত্রি কিছু না বললেও এবার তাদের বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী অনন্যার বাবা খ্যাতিমান অভিনেতা চাঙ্কি পাণ্ডে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আদিত্য-অনন্যার বিয়ের জল্পনায় সাড়া দিলেন তিনি। যা নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনা হলো, দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই সম্প্রতি তারকাজুটির ফ্যানপেজ থেকে তাদের একটি ভিডিও শেয়ার করা হয়। যার ক্যাপশনে ছিল, ‘২০২৪ সালেই বিয়ে।’ সেই রিল ভিডিওতে লাইক দিয়েছেন অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে। যা দেখে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলছেন অনুরাগীরা।
তাদের মতে, মুখে কিছু না বললেও বাবা হিসেবে এভাবেই হয়তো মেয়ে অনন্যার বিয়ের খবরে সম্মতি জানালেন চাঙ্কি।
এর আগে আদিত্যর প্রেমের কথা ফাঁস করেছিলেন তার বন্ধু রণবীর কাপুর। এক ইভেন্টে রণবীর বলেন, ‘আমি জানি আদিত্য একজনকে পছন্দ করে যার নাম ‘এ’ অক্ষর দিয়ে শুরু।’ এবার চাঙ্কি পাণ্ডের ইঙ্গিত। তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদিত্য-অনন্যা?
এর আগেও একাধিক ভারতীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনো আপত্তি নেই। দুই পরিবারের লোকজনই চান এই প্রেমের পরিণতি যেন বিয়ের মাধ্যমে ঘটে। তবে শেষ পর্যন্ত কী ঘটে, তা তো সময়ই বলে দেবে।
বাংলা৭১নিউজ/এসএইচ