বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর বাউফলে বিরোধপূর্ণ জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলার কালিশুরী মৌজার এসএ ৭৬২ খতিয়ানের ১২২৪ নং দাগের মধ্যে ৩৯ শতাংশ জমি নিয়ে রাজ্জাক তালুকদার গং ও নওয়াব হোসেন ওরফে নয়া শরীফ, শাহজাহান দুয়ারী ও খোকন সাজ্জাল গংয়ের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে।
গত ১ মে নওয়াব হোসেন নয়া শরীফ ও শাহজাহান দুয়ারীর নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী জোরপূর্বক ওই বিরোধপূর্ণ জমি দখল করেন। এরপর সেখানে তারা বহুতল ভবন নির্মাণ শুরু করেন। বিষয়টি নিয়ে সম্প্রতি রাজ্জাক তালুকদার পটুয়াখালী সহকারি জজ আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর আদালতের বিজ্ঞ বিচারক বিরোধপূর্ণ ওই জমিতে কাউকে পাকা বা কাচা স্থাপনা নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নওয়াব হোসেন ওরফে নয়া শরীফ, শাহজাহান দুয়ারী ও খোকন সাজ্জাল গং সেখানে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রাখেন।
রাজ্জাক তালুকদার অভিযোগ করে বলেন, আমার ভাই আমীর হোসেন মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নওয়াব হোসেন ওরফে নয়া শরীফ ও শাহজাহান দুয়ারী প্রভাবশালী হওয়ায় আমাদের সম্পত্তি জোড়পূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন। জমি দখলে বাঁধা দেয়ায় আমার ভাতিজা শওকতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আমাদেরকেও প্রাণনাশের হুমকি ধামকি দেয়া হচ্ছে। এ বিষয়ে একাধিকবার বাউফল থানা পুলিশের সহায়তা চেয়েও পাইনি বলে অভিযোগ করেন তিনি। বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আদালতের কোন আদেশ আমার কাছে আসেনি। তাই আমি ব্যবস্থা গ্রহণ করতে পারছি না।
বাংলা৭১নিউজ/জেএস