রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

আদালতেই মামলার বাদীকে পুলিশ কর্মকর্তার হুমকি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিক রহমান আদালতে এসে মামলা তুলে নিতে বাদীকে লাঞ্ছিত করার পর হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট যুগ্ম জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নান পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, আমি গাইবান্ধার ডিবি মোড় এলাকার মাহফুজার রহমানের ছেলে মিজানুর রহমান লিল্টুর কাছ থেকে ব্যবসায়িক লেনদেনের জের ধরে ২২ লাখ ৮৫ হাজার টাকা পাওনাদার। এর বিপরীতে লিল্টু আমাকে একটি চেকও প্রদান করেন। এরপর তিনি দীর্ঘ দিনেও টাকাগুলো ফেরত দেননি, কিংবা চেক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলেও তা দিয়ে টাকা তোলা যায়নি। বাধ্য হয়ে লিল্টুর বিরুদ্ধে জয়পুরহাট যুগ্ম জেলা জজ আদালতে মামলা করি।

তিনি আরও বলেন, ওই মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ওই মামলার আসামি মাহফুজার রহমান লিল্টুর পক্ষ নিয়ে জয়পুরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিক রহমান আমার শার্টের কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে টেনে নিয়ে যান। এ ছাড়াও ওই এসআই নিজে মোবাইল দিয়ে আমার ছবি তোলার পর বলেন, মামলা তুলে না নিলে আমার হাত-পা ভেঙে দেয়া হবে। এ সময় আমার চিৎকারে আদালত চত্বরে থাকা সাধারণ মানুষ এগিয়ে এলে এসআই আতিক চলে যান। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান আব্দুল মান্নান।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায় অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে অভিযুক্ত সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিক রহমান জানান, তিনি এমন কিছুই করেননি।

বাংলা৭১নিউজ/পিআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com