বাংলা৭১নিউজ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির লক্ষীপুর পশ্চিম মাঠে ইরিস্ক্রিমে পানি সেচ দেয়ার দাবীতে কতিপয় গ্রামবাসি সোমবার বেলা ১টায় আদমদীঘি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আধা ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন ও ইউ.এন.ও-কে স্বারকলিপি প্রদান করে। মানবন্ধনে লক্ষীপুর গ্রামের শাহীন আলম, তহিদুলসহ অনেকেই অংশ গ্রহন করে।
উল্লেখ্য, আদমদীঘির লক্ষীপুর পশ্চিম মাঠে ১৯৯৮ সালে একটি গভীর নলকুপ স্থাপন করে প্রায় ৩শ বিঘা জমিতে পানি সেচ সুবিধা দেয়া হচ্ছিল। ওই গভীর নলকুপটি ১৯৯১ সালে জনৈক আব্দুল গফুরের নামে স্থানান্তর হয়ে সেচ সুবিধা দেয়া চলছিল।
চলতি বছর গ্রামের শাহীন, তহিদুল এবং আব্দুল গফুর, সেছদা গ্ররুপের মধ্যে দলাদলি মারপিট মোকদ্দমাসহ নানা কারনে স্ক্রিমের পাশ্বেই জনৈক শাহীন আলম অপর একটি গভীর নলকুপ স্থাপন করলে বিরোধ চরম আকার ধারন করে। ফলে এখনও এই স্ক্রিমে পানি সেচ না দেয়ায় প্রায় ৩শ বিঘা জমি অনাবাদি রয়েছে। এদিকে আদালত পুরাতন গভীর নলকুেপ বৈদ্যুতিক সংয়োগের মাধ্যমে চালু করার জন্য আদেশ দিলেও নানা কারনে এখনও চালু করা হয়নি। ফলে ইরি স্ক্রিমে পানি সেচের দাবীতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস