বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে বেলা ১১টায় র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যা লি শেষে হাসপাতাল চত্বরে ব্র্যাক জাতীয় যক্ষ্মা কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম অফিসার রেফায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মহিউদ্দিন আসলাম, ডাঃ ফজলে রাব্বি, ডাঃ মাহবুবুর রহমান, যক্ষ্মা নিয়ন্ত্রন সহকারি আব্দুল বারী, আজিজুল হক, আমিনুর ইসলাম, জুলফিকার আলী প্রমূখ।
বাংলা৭১নিউজ/জেএস