বাংলা৭১নিউজ,(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একজন নার্স ও এক স্টোর কিপার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
তিনি জানান, এক সপ্তাহ আগে এক নার্সের করোনা ধরা পড়ে। শনিবার এক স্টোর কিপারের করোনা ধরা পড়েছে। এদের দুজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া বর্তমানে আদমজী ইপিজেডে কেউ আক্রান্ত নন এবং স্বাস্থ্যবিধি মেনে ভেতরের কার্যক্রমও চলছে বলে জানান তিনি।
আদমজী ইপিজেডের ৫৭ টি কারখানার মধ্যে ২৫টি কারখানা শনিবার খোলা ছিল এবং স্বাস্থ্যবিধি মেনে এসব কারখানায় কাজ চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
বাংলা৭১নিউজ/এফএস