বাংলা৭১নিউজ,ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের আনা অভিযোগের সত্যতা পাননি তদন্ত কর্মকর্তা। আতিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন তাবিথ আউয়াল। গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগটি দেন তিনি।
লিখিত অভিযোগে তাবিথ আউয়াল বলেন, ‘গুলশান-১ এলাকার গুলশান পার্কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে একটি নির্বাচনী মঞ্চ করে, মাইক এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন আতিক।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ১০ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকায় তিনি এই অভিযোগ করেছিলেন। অভিযোগের সঙ্গে তাবিথ সেদিন আতিকুল ইসলামে কর্মসূচির ফটোও জমা দেন।
এরপর ৫ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইবুর রহমান আশিককে ঘটনাটি তদন্ত করে ৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন। সে অনুযায়ী, তদন্ত করে ঘটনার সতত্য পাওয়া যায়নি বলে প্রতিবেদন পাঠিয়েছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, তাবিথ আউয়াল যে চারটি ফটো জমা দিয়েছিলেন, তাতে ফটো তোলার তারিখ উল্লেখ ছিল। সে তারিখ অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় চারজন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে। তদন্ত করে ঘটনার সতত্য পাওয়া যায়নি মর্মেই প্রতিবেদন এসেছে।
বাংলা৭১নিউজ/এফআর