বাংলা৭১নিউজ, ডেস্ক: ছড়াবিষয়ক পত্রিকা ‘লাটাই’র উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘লাটাই ছড়াসাহিত্য পুরস্কার ২০১৭’ ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই আট ছড়াকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এ বছর পুরস্কার পাচ্ছেন- লোকছড়ায় খালেক বিন জয়েনউদ্দিন, দেশপ্রেমের ছড়ায় ফারুক নওয়াজ, শিশুতোষ ছড়ায় হাসান হাফিজ, হাস্যরস ছড়ায় ফারুক হোসেন, পদ্যছড়ায় স. ম. শামসুল আলম।
এছাড়া তরুণ ছড়াকার আহমেদ সাব্বির, অদ্বৈত মারুত ও মঈন মুরসালিনকে ছড়া রচনায় বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বাংলা৭১নিউজ/সিএইস