বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় এই প্রথম ২জন করোনা পজিটিভ সনাক্ত করণ করা হয়েছে। দেশে করোনাভাইরাস সনাক্তের ৮৯ দিনের মাথায় পাবনার আটঘরিয়া উপজেলায় ২জন করোনা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যার পর এই তথ্য পাওয়া যায়। গত ২৪ ঘন্টায় পাবনায় সর্বোচ্চ ১৯জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে আটঘরিয়া উপজেলায় ২জন রয়েছেন। এরা হলেন একদন্ত ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মোঃ রেজাউল করিম এবং মৃত মোকারম হোসেন (৩৫)। মৃত মোকারম হোসেন একদন্ত ইউনিয়নের বেলদহ গ্রামের মৃত আব্দুস সাত্তার মাস্টারের ছেলে এবং তিনি গাজীপুরের একটি বেসরকারি কোম্পানিতে চাকুরীরত ছিলেন।
তিনি কর্মরত অবস্থায় গত ১ জুনে করোনা উপসর্গ নিয়ে মারা গেলে মরদেহ গ্রামের বাড়ি দাফনের পূর্বে তার নমূনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেলে পাঠানো হলে গতকাল তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।
উল্লেখ্য যে, গত কালের ২৪ ঘন্টায় পাবনায় সর্বোচ্চ ১৯জন করোনা পজিটিভ আসে তার মধ্যে পাবনা সদরে ৯, সুজানগরে ৫, ঈশ^রদীতে ৩ এবং আটঘরিয়ায় ২জন। এ পর্যন্ত পাবনায় মোট ৭২ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি