বাংলা৭১নিউজ,(টেকনাফ)প্রতিনিধি: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আটকেপড়া সহস্রাধিক পর্যটককে ফিরিয়ে আনতে সেন্টমার্টিনে গেছে তিনটি জাহাজ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দমদমিয়া নৌবন্দর থেকে জাহাজ তিনটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের সমন্বয়ক আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এমবি ফারহান, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক ক্রুজ- এই তিন জাহাজ সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।
বেলা ৩টার দিকে সেন্টমার্টিন থেকে আটকেপড়া যাত্রীদের নিয়ে ওই তিন জাহাজ রওনা হবে।
শুক্রবার বৈরী আবহাওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেখানে আটকা পড়েন সহস্রাধিক পর্যটক। বৃহস্পতিবার ও তার আগে এসব পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন।
‘বুলবুল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের দিকে ধেয়ে আসায় আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার বিকালেই ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছিল।
শুক্রবার এ সংকেত ৪ নম্বরে উন্নীত হয়েছে। এদিন ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হতে শুরু করে। এ কারণে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দ্বীপে এক হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন। পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় প্রশাসনের পক্ষ থেকে সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।
আটকেপড়া পর্যটকদের সুলভমূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হোটেল-মোটেল ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেয়া হয়।
এ ছাড়া ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত ও জেলেদের সাগরে যাওয়া থেকে বিরত রাখাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।
বিআইডব্লিউটিএ টেকনাফ অফিসসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে আড়াই হাজারের মতো পর্যটক সেন্টমার্টিন বেড়াতে যান। প্রায় এক হাজারের মতো পর্যটক রাতে দ্বীপে অবস্থান করেন। আরও অন্তত ২০০ পর্যটক আগে থেকেই সেখানে ছিলেন।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি আটলান্টিক ক্রুজের ব্যবস্থাপক আবদুল আজিজ বলেন, সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ থেকে কোনো জাহাজ দ্বীপে যায়নি। দ্বীপে বেড়াতে গিয়ে অনেক পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজমীর ইলাহি বলেন, কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখা হচ্ছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহম্মদ বলেন, পর্যটকদের ভালো-মন্দ খোঁজখবর রাখা হচ্ছে। হোটেলে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসআর