বাংলা৭১নিউজ, ঢাকা: নবম ওয়েজবোর্ডে দাবিতে আজ বুধবার রাজপথ অবরোধ করে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিকরা।
বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য মন্ত্রণালয় ওয়েজ বোর্ড গঠন নিয়ে বিএফইউজে এবং ডিইউজে’র নেতৃবৃন্দের সাথে বৈঠকে ৩১ ডিসেম্বর ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দেয়া হলেও তা আজো বাস্তবায়ন হয়নি।
ওয়েজবোর্ড গঠন না হওয়ায় সাংবাদিকদের আবারো রাজপথে নামতে হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, নবম ওয়েজবোর্ডে দাবি আদায়ে সারাদেশে রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক কেন্দ্রীয়ভাবে আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশ সফল করার জন্য আহবান জানান।
বাংলা৭১নিউজ/এআর