বাংলা৭১নিউজ, ঢাকা : একমাত্র টেস্ট খেলতে আজ ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
বেলা ১১টা ৪০ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ে মুশফিক-তামিমরা। কলকাতা থেকে বিকেল সাড়ে ৩টায় ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে হায়দরাবাদের উদ্দেশে রওনা হবে টাইগাররা।
২ ঘণ্টা ১০ মিনিট বিমান ভ্রমণের পর হায়দরাবাদে পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল। হায়দরাবাদে দল কোন হোটেলে উঠবে, সেটা নিশ্চিত করতে পারেনি বিসিবির লজিস্টিক বিভাগ।
১৫ সদস্যের দলের সঙ্গে টিম ম্যানেজার সাব্বির খান, কোচ ও টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরাও রয়েছেন। সব মিলিয়ে ২৩ জনের বহর ভারতে যাচ্ছে। হায়দরাবাদে পৌঁছার পর শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ৪ ফেব্রুয়ারি শনিবারও অনুশীলন করবে মুশফিকের দল।
৫ ও ৬ ফেব্রুয়ারি সিকান্দ্রাবাদের জিমখানা মাঠে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর ৯ ফেব্রুয়ারি মূল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট ম্যাচটি হবে রাজীব গান্ধী স্টেডিয়ামে। এই মাঠেই ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরত আসার কথা রয়েছে বাংলাদেশ দলের।
বাংলা৭১নিউজ/সিএইস