বাংলা৭১নিউজ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নিতে আজ বেলা ৩টায় জরুরি বৈঠক করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৈঠক শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের মিডিয়া প্রধান ড. মো. মেহেদী মাসুদ৷
মেহেদী মাসুদ জানান, নির্বাচনে থাকা না থাকাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বৈঠক এবং বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন বিকেল ৫টায় রাজধানীর যে কোনো স্থানে আয়োজন করা হবে।
টেকনিক্যাল কারণে বৈঠক ও সংবাদ সম্মেলনের স্থান এখনো জানানো হচ্ছে না বলে জানান তিনি। তিনি বলেন, আজকের বৈঠক ও সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বাংলা৭১নিউজ/এসআর