আজ শাল্কে ০৪ লিজেন্ড রাউল গঞ্জালেজের জন্মদিন। রাউল গঞ্জালেজ যখন বুন্দেসলিগা আসে, তখনই সে ইউরোপের বিগ স্টার এবং রিয়াল মাদ্রিদের বিগেস্ট লিজেন্ড।
২ সিজন শাল্কে০৪ এ খেলেছেন, এই দুই সিজনেই ৯৭ টি ম্যাচ খেলেছেন, কতটা ফিজিক্যালি ফিট হলে ৯০+ ম্যাচ খেলা যায় দুই সিজনে একবার ভাবুন। তাও কম্পেটিটিভ ম্যাচ, প্রি সিজন বাদেই। এই ৯৭ ম্যাচে করেছেন ৪০ গোল ১৯ এসিস্ট।
রাউল মাদ্রিদে সব কিছু জয় করলেও অপূর্ণতা ছিলো একটা ডমেস্টিক কাপের। প্রথম সিজনেই শাল্কে০৪ কে সেই শিরোপা জিতয়েছেন, সেই সাথে নিজের অপূর্ণতাকেও পূর্ণ করেছেন। সেমি ফাইনালে তার একমাত্র গোলেই জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়েছিলো শাল্কে০৪। আর্ক রাইভাল ডর্টমুন্ডকে পরাজিত করে পরবর্তিতে জিতেছেন জার্মান সুপার কাপও।
প্রথম সিজনেই চ্যাম্পিয়ন্সলীগে ৫ গোল ৩ এসিস্টের মাধ্যমে শাল্কে০৪ কে সেমি ফাইনালে তুলেছিলো। যেখানে লিওন, বেনফিকা, ভ্যালেন্সিয়া, এবং ইন্টার মিলানকে পরাজিত করে সেমিতে পৌঁছায়, কিন্তু সেমিতে ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয়।
রাউল শাল্কে০৪ এ কাটিয়েছে মাত্র দুই সিজন, কিন্তু গেলসেনকির্শেনের মানুষ তাকে জনম জনমের আপন করে নিয়েছিলেন, ভালোবাসা দিয়েছেন। রাউল নিজেও শাল্কে০৪ কে মনে ধারণ করেন এখনও।
জন্মদিনের শুভেচ্ছা রইলো রাউল গঞ্জালেজ, দ্যা প্রিন্স অব মাদ্রিদ।
বাংলা৭১নিউজ/এসএইচ/সূত্র:ফুটবলখোর