বাংলা৭১নিউজ,ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলের শীর্ষ নেত্রীর আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার কর্মসূচি দিয়েছে বিএনপি।
স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্তের পর গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বুধবার দেশব্যাপী দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হবে।
ঢাকাসহ সারাদেশের দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে
বাংলা৭১নিউজ/এসন