বাংলা৭১নিউজ, ঢাকা: মুন্সীগঞ্জ প্রতিনিধি : চার লেন এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার পৌনে ১২টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।
ঢাকা থেকে মাওয়া ও মাদারীপুরের পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ চার লেন এক্সপ্রেস ওয়ের কাজ পদ্মা সেতুর নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই শেষ হবে। এ প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ২৫২ কোটি টাকা। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপদ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।
এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।
বাংলা৭১নিউজ/সিএইস