বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর ৮টি এলাকায় আজ (বৃহস্পতিবার) ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনের লক্ষ্যে পাইপলাইন স্থানান্তর-পুনর্বাসন কাজের জন্য এই সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, `গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনের লক্ষ্যে গেন্ডারিয়া, ধুপখোলা, দয়াগঞ্জ, শান্তিভূষণ লেন, সাধনা গলি, ডিস্টিলারি রোড, হাজী আজগর আলী হাসপাতাল এবং ওসব স্থানের আশপাশের এলাকায় আজ দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’
সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেআই