আজ শুক্রবার থেকে মাস্ক পরা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী এ কথা জানিয়েছেন।
কোভিড নিয়ন্ত্রণে সরকারি যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া সন্ধ্যার পর ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে থাকতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।
ঢাবি প্রক্টর বলেন, ‘মাস্ক ব্যবহারে সরকারি যে সিদ্ধান্ত আছে, আমরা সেটাই বাস্তবায়ন করবো। আমি আমার টিমকে বলে দিয়েছি, তারা বিষয়টি দেখবে। যেহেতু করোনা বৃদ্ধি পেয়েছে, তাই ক্যাম্পাসে সন্ধ্যার পর অকারণে বহিরাগতরাও থাকতে পারবে না। তারা ক্যাম্পাসে করোনা ছড়াতে পারে।এসব সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ মার্চ থেকে কোভিড-১৯ এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। হলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সীমিত পরিসরে দাপ্তরিক কর্মকাণ্ড চলছে।
বাংলা৭১নিউজ/এএম