বাংলা৭১নিউজ,ফরিদপুর জেলা প্রতিনিধি: হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ আজ শনিবার ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। মাগরিব নামাজের পরে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ আদায় ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে বিশ্ব উরস শরীফের অনুষ্ঠানমালার সুচনা হবে। ৪ দিনব্যাপী এ মহামিলনমেলায় ২৬ ফেব্রুয়ারী বাদ ফযর বিশ্বওলী কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত ও আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
আপন মুর্শিদ খাজায়ে খাজেগান হযরত শাহ্সূফী খাজা এনায়েতপুরী (কু:ছে:আ:) ছাহেবের নির্দেশে হেদায়েতের বাণী প্রচারে ১৩৫৪ বাংলা সনে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ফরিদপুরের সদরপুরের অত্যন্ত পশ্চাদপদ পল্লী আটরশিতে আগমন করেন। রাসুলে পাক (সা:)এর প্রকৃত হেদায়েতের বাণী প্রচারের এ পথ কখনোই সুমসৃণ ছিল না।বিশ্বওলী কেবলাজান ছাহেব অপরিসীম দু:খ, কষ্ট, বেদনা, ত্যাগ -তিতিক্ষা, ষড়যন্ত্র, লোক নিন্দা, অপপ্রচার, শত্রুতা ও সীমাহীন প্রতিকুলতা জয় করে হেদায়েতের আলোকে আলোকিত করেন কোটি কোটি মানুষ।
গতকাল জু’মার জামাত শেষে হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত করা হয়। বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও অপর প্রতিনিধি জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের নিয়ে যিয়ারত করেন।
৪ দিনের বিশ্ব উরস শরীফে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাতের শেষ ভাগে আল্লাহ তায়ালার রহমত কামনা ও বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মরণ , মোরাকাবা মোশাহেদা , জেকের আসকার ও ওয়াজ নসিত অনুষ্টিত হবে।
বাংলা৭১নিউজ/এসই