বাংলা৭১নিউজ,ডেস্ক: ভোটের সময় নগদ টাকার লেনদেন নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, ফলে সমস্যা তৈরি হয়। তাই এবার অভিনব সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। নগদে লেনদেন এড়াতে গুয়াহাটিতে এবার পেট্রোল-ডিজেল ক্রয় হবে শুধুমাত্র কার্ডে।
ডেবিট কিংবা ক্রেডিট কার্ডে সেই তেল কেনা যাবে। সোমবার থেকেই শুরু হচ্ছে সেই নতুন নিয়ম। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলবে এই নিয়ম।
জানা গেছে, নির্বাচন ঘোষণা হওয়ার পর মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর থেকে নগদ টাকা নিয়ে সমস্যায় পড়েছিল পেট্রোল পাম্পগুলো। তাই এমন সিদ্ধান্ত।
অনেক ক্ষেত্রে পেট্রোল পাম্পগুলিকে ব্যাংকে নগদ টাকা জমা করতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। নির্বাচন কমিশনের নজরে পরে যাচ্ছে বেশ কিছু পেট্রোল পাম্প। তাই সোমবার থেকে সম্পূর্ণ ক্যাশ লেস হয়ে যাচ্ছে ওই শহরের পেট্রোল পাম্পগুলি।
বাংলা৭১নিউজ/এসএইচ