বাংলা৭১নিউজ,ঢাকা: আজ থেকে গণপরিবহনে কিলোমিটার প্রতি ৩ পয়সা ভাড়া কমছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘৩ পয়সা প্রতি কিলোমিটারে গণপরিবহনের ভাড়া কমবে। আজ থেকে সেটা কার্যকর করা হবে। এই ভাড়া যদি কেউ না মানে, সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
বাংলা৭১নিউজ/এসএইস