শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি উন্নয়নের লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার মিসাইলের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই বিআরটিএ নির্ধারিত সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা কার্যকরের দাবি ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২ জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

আজ ঢাকা ছাড়ছেন ৩৩৬ জাপানি নাগরিক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৬৪ বার পড়া হয়েছে

♦যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ফ্লাইটও প্রস্তুত

♦ভুটান ও মালয়েশিয়ার নাগরিকরা স্পেশাল ফ্লাইটে চলে গেছেন

বাংলা৭১নিউজ,ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার জাপানিজরা ঢাকা ছেড়ে যাচ্ছেন। একটি বিশেষ ফ্লাইটে আজ ৩৩৬ জন নাগরিককে দেশে ফেরত পাঠানোর  যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকাস্থ জাপান দূতাবাস। কূটনৈতিক সূত্র জানিয়েছে, সোমবার বিশেষ ফ্লাইটে ২৬৯ মার্কিন নাগরিককে সরিয়ে নেয়ার পর থেকে (যুক্তরাষ্ট্র ফিরতে) ঢাকায় অপেক্ষায় থাকা কয়েক ‘শ  নাগরিকের জন্য দ্বিতীয় ফ্লাইট পাঠানোর প্রস্তুতি চূড়ান্ত করেছে স্টেট ডিপাটমেন্ট। আজ এ বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস একটি বিবৃতি দিতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বেশ ক’টি দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিতে আগ্রহ দেখায়। তারা স্পেশাল ফ্লাইট পরিচালনার অনুমতি ও কারিগরি সহায়তা চায়। সরকার কারও আবেদন প্রত্যাখ্যান করেনি। একটাই শর্ত ছিল, বাংলাদেশ বিমানকে ভাড়া করা, না হয় যেখান থেকে স্পেশাল ফ্লাইট আসুক না কেন তা অবশ্যই খালি আসতে হবে। জাপান বাংলাদেশ বিমানকেই ভাড়া করেছে।

তাদের নাগরিকদের বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ (বোয়িং-৭৭৭) বৃহস্পতিবার সকাল ১০টায় নারিতা বিমানবন্দরের উদ্দেশ্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার রাতে মানবজমিনকে জানিয়েছেন, জাপানের চার্টার্ডকৃত বিজি ৪০০১ ফ্লাইটে মোট আসন সংখ্যা ৪১৯। দূতাবাসের সরবরাহ করা তালিকা মতে ৩৩৬ জনের বোর্ডিং চুড়ান্ত হয়েছে।  ফ্লাইট ছাড়ার দু’ঘন্টা আগ পর্যন্ত অর্থাত সকাল আটটা অবধি এটি ওপেন থাকবে। ওই সময়ের মধ্যে দূতাবাস তালিকায় সংযোজন করতে পারবে কিংবা জাপানী পাসপোর্টধারী যে কেউ আসন বুকিং করতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপান দূতাবাসের  সরবরাহ করার তথ্য মতে, ঢাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে থাকা জাপানী নাগরিকদের বেশিরভাগই দেশটির অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্টোরেলসহ বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তা। করোনা পরিস্থিতি বিবেচনায় তারা প্রত্যেকেই ছুটি চেয়েছেন, যা জাপান সরকার অনুমোদন করেছে এবং তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে উড়োজাহাজ ভাড়া করেছে।

উল্লেখ্য এর আগে ভুটান ও মালয়েশিয়া ঢাকায় স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। পূর্ব এশিয়ার অরেকটি দেশ, বৃটেন এবং ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত বিভিন্ন দেশের হাজারও নাগরিক পছন্দের গন্তব্যের ফ্লাইট ধরতে এখনও অপেক্ষায় বলে জানানো হয়েছে।

আমেরিকানদের ফেরাতে দ্বিতীয় ফ্লাইটের প্রস্তুতি

গত সোমবার এক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যান ২৬৯ আমেরিকান। সঙ্গে তাদের পোষা ৭টি কুকুরও। ওই ফ্লাইটে ছিলেন ঢাকায় কর্মরত বেশ ক’জন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নিয়মিত ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় এখানে আটকা পড়া মার্কিন নাগরিকগণ। তাদের বহনে কাতার এয়ারওয়েজের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ভাড়া করেছিল ট্রাম্প প্রশাসন। দূতাবাসের তরফে আগেই জানানো হয়েছিল- উড়োজাহাজে যতটি আসন রয়েছে তা পরিপূর্ণ করে ঢাকা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করবে।

কিন্তু না, শেষ পর্যন্ত তা হয়নি। কিছু যাত্রী বাদ পড়ে যান। তাছাড়া আরও শতাধিক আমেরিকান শেষ সময়ে এসে ফিরতে দূতাবাসে আবেদন করেন। সব মিলে দ্বিতীয় ফ্লাইট অপরিহার্য হয়ে পড়ে। অবশ্য ৩০ শে মার্চই দ্বিতীয় চার্টার্ড ফ্লাইটের আভাস দেয় দূতাবাস। সে মতে এখন প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে যুক্তরাষ্ট্র ফিরতে আগ্রহীদের তালিকা চূড়ান্ত হবে এবং ওই দিনই ঢাকাস্থ মার্কিন দূতাবাস একটি বিবৃতি দিবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে পারসোনাল চয়েজ বা ব্যক্তিগত পছন্দে মার্কিন দূতাবাসের মধ্যম সারির বেশ ক’জন কূটনীতিক যুক্তরাষ্ট্র ফিরে গেলেও রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ঢাকাতেই থাকছেন। দূতাবাসের কার্যক্রমও চলবে। এ অবস্থায়ও ঢাকায় অবশিষ্ট আমেরিকান নাগরিকদের জন্য দূতাবাসের কসনুল্যার সেবা ২৪ ঘন্টা খোলা থাকছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণের ভিসা সার্ভিস বন্ধ থাকবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com