আজ মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় সরকারি প্রকল্প বাস্তবায়নের কারণে গ্যাস পাইপলাইন স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। বসুন্ধরা গলি থেকে নিউমার্কেট এলাকায় পাইপলাইন নির্মাণকাজ চলবে। এ কারণে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকছে।সোমবার তিতাসের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসুন্ধরা গলি থেকে নিউমার্কেট এলাকায় পাইপলাইন নির্মাণকাজ হবে। এ কারণে গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বাংলা৭১নিউজ/এবি