বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

আজ আমাদের শপথ নেওয়ার সময় : মান্না

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ১৩৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, সিলেট্ প্রতিনিধি: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আজ আমাদের শপথ নেওয়ার সময়। তাই বলতে চাই এবার কেউ ওয়াক ওভার নিয়ে ক্ষমতায় থাকতে চাইলে, সেটি কখনো পূরণ হবে না। ওয়াক ওভার নিয়ে কাউকে ক্ষমতায় থাকতে দেব না। তাই আমাদের সবাইকে লড়াই করতে হবে।’

আজ বুধবার সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের আজকের জনসভায় আসতে গিয়ে জনগণকে পথে পথে আটকে দিয়েছে। এর আগে ২৩ তারিখ আমাদের জনসভা করতে অনুমতি দেয়নি। মনে করেছিল গায়ের জোরে আমাদের জনসভা আটকে দেবে। কিন্তু পারেনি আজ আমরা জনসভা করছি।’

সারা দেশে ভোট ডাকাতি করলেও সরকার সিলেটে ভোট ডাকাতি করতে পারেনি বলেও মন্তব্য করেছেন মান্না। তিনি বলেন, ‘বর্তমান সরকার চোরের মতো ডাকাতের মতো ভোট চুরি করে নিয়ে গেছে। কিন্তু সিলেটে পারেনি। সিলেটের জনগণ তাদের ভোট দিয়ে জনগণের প্রার্থীকে বিজয়ী করেছে।’

সরকারকে আলোচনার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এখনো সময় আছে আমাদের সাথে কথা বলেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। না হলে কীভাবে ক্ষমতা থেকে নামাতে হয় তা আমরা জানি। আমরা একদিনের ভোটের অধিকার বা গণতন্ত্র চাই না। প্রতিদিন গণতন্ত্র চাই। এ মঞ্চে সব দলের লোক আসবে, এক স্বাধীনতাবিরোধীরা ছাড়া।’

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। তাঁকে একটা সাজানো মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। আমাদের আগামী দিনের জন্য শপথ নিতে হবে কীভাবে বেগম জিয়াকে মুক্ত করা যায়। খালেদা জিয়াকে মেরে ফেলার ব্যবস্থা করেছে সরকার ৷ তিনি এখন হাঁটতে চলতেও পারেন না।’

গত সোমবার সিলেট মহানগর পুলিশ জাতীয় ঐক্যফ্রন্টকে এই সমাবেশের অনুমতি দেয়। এর পরই চলে সভার প্রস্তুতি। ২৩ তারিখের পরিবর্তে একদিন পিছিয়ে আজ ২৪ অক্টোবর এই সমাবেশ করছে ঐক্যফ্রন্ট।

নির্বাচনের আগে সারা দেশে সভা-সমাবেশ করে দাবি আদায়ের আন্দোলনের জন্য নেতাকর্মীদের উজ্জীবিত করা ও নিজেদের অবস্থান জানান দেওয়ার অংশ হিসেবে এই সমাবেশ করছে জাতীয় ঐক্যফ্রন্ট। সে জন্য সিলেট বিভাগের জেলাগুলো থেকে কর্মসূচি শুরু হলো।  সূত্র: এনটিভি অনলাইন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com