বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

আজীবন ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করছে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১ মে, ২০১৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, আজীবন ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নতুন নতুন আইন করছে, সংবিধান সংশোধন করছে। নির্বাচনের নামে তারা ভোট কেন্দ্র দখল করে জোর করে নিজেদের প্রার্থীদের বিজয়ী করছে। আর তাদের সহযোগিতা করছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ২৫০০ কোটি টাকা আত্মসাতের কাগজপত্র শফিক রেহমানের কাছে ছিল, এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।’ আর এই অভিযোগে জয়কে ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন খালেদা জিয়া।

রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া। জাতীয়তাবাদী শ্রমিক দল এ সমাবেশের আয়োজন করে। প্রায় দুই বছর তিন মাস পর সোহরাওয়ার্দী উদ্যানে কোনো সমাবেশে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সরকার দেশের মানুষকে মানুষ মনে করে না অভিযোগ করে দলের নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে।

তিনি বলেন, মে দিবসে থেকে শিক্ষা নিতে হবে। রক্ত দিয়ে তারা অধিকার আদায় করেছে। আজ শ্রমিকরা মোটেও ভালো নেই। আজ তারা নির্যাতিত।

খালেদা জিয়া বলেন, রানা প্লাজা ধসে শ্রমিক মারা গেল। এখনো পর্যন্ত অনেককে ক্ষতিপূরণ দেয়া হয়নি। রানা প্লাজার জন্য অনেক টাকা তোলা হয়েছে। এসব টাকা কোথায় গেল? শ্রমিকরা কেন সে টাকা পেল না।

শফিক রেহমানের কাছে তথ্য থাকায় তাকে গ্রেফতার
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ২৫০০ কোটি টাকা আত্মসাতের কাগজপত্র শফিক রেহমানের কাছে ছিল, এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।’ আর এই অভিযোগে জয়কে ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন খালেদা জিয়া।

তিনি কারাগারে আটক সাংবাকিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমান মান্নাসহ সকল নেতাকর্মীকে মুক্তির দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘আর যদি তাদের মুক্তি না দেন তাহলে প্রধানমন্ত্রীর ছেলে কি যেন নাম…? জয় কে ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন। তাহলে সমতা আসবে।’

তিনি বলেন, ‘জয়ের ২৫০০ হাজার কোটি টাকা আত্মসাতের কাগজপত্র শফিক রেহমানের কাছে ছিল। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।’

সাত বছরে ৩০ হাজার কোটি টাকা পাচার
আওয়ামী লীগের সাত বছরের ক্ষমতায় ৩০ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষের কষ্টের টাকা পাচার হলে কীভাবে উন্নয়ন হবে? উন্নয়নের নামে প্রকল্প নিয়ে সে টাকা লুটপাট করা হয় বলেও দাবি করেন খালেদা।

খালেদা জিয়া বলেন, বিএনপি রাজপথে মানুষের সঙ্গে রয়েছে। যারা জনগণকে ভয় পায়, তারা ঘরে বসে মে দিবস পালন করছে। তারা কাঁচের ঘরে বসে ষড়যন্ত্র করে। তারা ষড়যন্ত্রকারী। শুধু স্লোগান দিলে হবে না, দেশে কী হচ্ছে না হচ্ছে খবর রাখতে হবে।

এরা জোর করে ক্ষমতায় বসে আছে
এই সরকার জনগণের ভোটে নির্বাচিত কি না- এমন প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বলেন, এরা জোর করে ক্ষমতায় বসে আছে আর শুধুমাত্র লুটপাট করছে। আর যাতে আজীবন ক্ষমতায় থাকতে পারে সেজন্য সকল দল বন্ধ করে দিয়ে একটি দল রাখছে।

খালেদা জিয়া বলেন, মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে না। কিন্তু এই বাংলাদেশকে আওয়ামী লীগ মনে করে পৈত্রিক সম্পত্তি। তারা দখল করে, জবরদস্তি করে ক্ষমতায় আছে। তাই আজকে তারা ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়।

তিনি বলেন, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন; তারা জানেন কীভাবে আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা, পৌরসভা, মেয়র সবগুলো পদদখল করে, নিজেরা সিল মেরে বাক্স ভর্তি করে নির্বাচিত হয়েছেন। তাদের এ্ই অপকর্মে যোগিতা করেছে নির্বাচন কমিশন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com