বাংলা৭১নিউজ,ঢাকা:আজকের মধ্যে দেশের অচলাবস্থার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রমিক নেতা ও পরিবহন মালিকদের সাথে চারমন্ত্রীর বৈঠকের আগে সকালে সচিবালয়ে তিনি একথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, যেহেতু এই মন্ত্রনালয়ের দায়িত্বে আছি তাই এর দায় এড়াতে পারি না। শ্রমিক মালিক আরো নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছি।
এদিকে আইনমন্ত্রী বলেন, আইনের যদি কোন ধারা নিয়ে তাদের কোন বক্তব্য থাকে, বা তারা যদি মনে করেন এই ধারা কঠোর। এভাবে কঠোর ধারার মাধ্যমে শাস্তি দিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে না। এই ধরনের আলাপ আলোচনার জন্যে দরজা খোলা আছে।
বাংলা৭১নিউজ/এসএইস