বাংলা৭১নিউজ,ঢাকা: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বিএনপি যে যৌথসভায় ডেকেছিল তা স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য ও যুগ্ম মহাসচিবদের নিয়ে এই বৈঠক হওয়ার কথা ছিল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে যৌথসভা কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কিছুই জানাননি তিনি।
দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর গত ৮ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে বন্দী আছেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। এছাড়া রায়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
রায় ঘোষণার পর থেকেই বিএনপি বিক্ষোভ, মানববন্ধন, কালোপতাকা প্রদর্শনসহ দেশব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে। দুই একটি কর্মসূচি ছাড়া বিএনপি অধিকাংশ কর্মসূচিই শান্তিপূর্ণভাবে পালন করে।
আজকের যৌথসভায় খালেদার মুক্তির দাবিতে কর্মসূচি গ্রহণের পাশাপাশি আগামী নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে আজকের যৌথসভা স্থগিত করেছে দলটি।
বাংলা৭১নিউজ/জেএস