শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন!

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ২৪২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে লাগা আগুন নেভানোর পর সকাল বেলা উদ্ধার কাজের তৎপরতা চলছিল। তখন সম্পূর্ণ পুড়ে ছাই হওয়া মনিহারী পট্টির একটি দোকানে অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন।

অগ্নিকান্ডের লেলিহান শিখা পোড়াতে পারেনি মহাপবিত্র গ্রন্থ আল কোরআন। ভস্মিভূত ছাইয়ের স্তূপ সরানোর সময় সম্পূর্ণ অক্ষত অবস্থায় এ পবিত্র গ্রন্থটি উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তাপে কোরআন শরীফের সাদা অংশ কিছুটা কালচে দাগ হয়েছে; তবে লেখার কোনো ক্ষতি হয়নি। আল্লাহর অশেষ মেহেরবানীতে পবিত্র এ গ্রন্থটি রক্ষা পেয়েছে। অক্ষত পাওয়া পবিত্র কোরআন শরীফটি একনজর দেখতে সাধারণ মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

এসময় কয়েকজন সাথে কথা হলে তারা বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা পবিত্র আল কোরআন স্বয়ং নিরাপদে রাখেন সেটারই প্রমাণ পাওয়া গেলো। এই অলৌকিক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচিত হয়েছে। অনেকে ছবিটিকে ফেসবুক পেইজে এবং ছবি তুলে সংরক্ষণ করেছেন।

ভোলা শহরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মনিহারীপট্টি, চকবাজার, খালপাড় রোড, ঘোষপট্টিতে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেলো শত পরিবারের শেষ সম্বলটুকু।

কিছুক্ষণ আগেও যেখানে ছিল হাসি, এখন সেখানে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ী পরিবারের নিরব আহাজারি। এসব ঘটনাস্থলে মাঝে মাঝে কিছু অলৌকিক ঘটনা ঘটে যায়। ২৮ গভীর রাতে এই ভয়াবহ অগ্নিকান্ডে সব পুড়ে কয়লা হয়ে গেলেও রহমতের আলো ছড়াচ্ছে আল্লাহ পাকের পবিত্র কোরআন।

আল্লাহ তায়ালার কোরআন এর নিরাপত্তারক্ষী আল্লাহ নিজেই। এ ঘটনাই তার উজ্জল দৃষ্টান্ত। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচিত হয়েছে।

জানা যায়, শনিবার রাত পৌনে ১টার দিকে স্থানীয় কিছু লোকজন ভোলা শহরের মনিহারী পট্টির একটি দোকানের সামনের অংশ ধোঁয়া উড়তে দেখে তাৎক্ষণিক ভোলা থানায় খবর দেয়।

থানা কর্তৃপক্ষ সদরের ফায়ার সার্ভিসকে খবর দিলে দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশনের আরো ৬টি ইউনিয়ন আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালায়।

তাদের সাথে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনের নেতৃত্বে পুলিশ বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাধারণ জনগণ আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিস, পুলিশ, সাধারণ জনগণের প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে মুদি, স্টেশনারী, তেল, রং, মনিহারী, কারখানা, আড়ৎসহ শতাধিক দোকানঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অর্ধশতাধিক দোকানঘর আংশিক পুড়ে যায়। এতে প্রায় শত কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। সূত্র : এরাবিয়ান জার্নাল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com