বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের একটি স্টোর রুম পুড়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে সংঘটিত এ অগ্নিকাণ্ড আধা ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ভোরে চমেক হাসপাতালের মানসিক রোগ বিভাগের একটি রুমের এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশন থেকে ৯টি গাড়ি পাঠানো হয়। ফায়ারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, আগুনের ঘটনায় হাসপাতাল এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণ হওয়ায় কোনো অঘটন ঘটেনি।
বাংলা৭১নিউজ/এমএম