লক্ষ্মীপুরে নাসির উদ্দিন নামের এক রিকশাচালকের বসতঘর আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান অসহায় রিকশাচালক।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বকশি হাজী বাড়ির নাছিরের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর স্থানীরা আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
ভুক্তভোগী রিকশাচালক নাছির উদ্দিন বলেন, ‘পাঁচ সন্তানকে নিয়ে কোনো রকম ঘরটিতে আমার দিন কাটত। দিনে রিকশা চালিয়ে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘরটিতে বিশ্রাম নিতাম। কিন্তু আগুনে আমার ঘরটির সঙ্গে কপালও পুড়েছে। আমি একবারে নিঃস্ব হয়ে গেলাম। রিকশা চালিয়ে একটি ঘর নির্মাণ করা আমার জন্য দুঃস্বপ্ন।’
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমি আগুনে পুড়ে যাওয়া ঘরটির ছবি সংগ্রহ করেছি। সরকারি সহযোগিতার লক্ষ্যে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
বাংলা৭১নিউজ/এমএস