রাজধানীর পশ্চিম আগারগাঁও আবাসিক এলাকায় কর্তব্যরত সিকিউরিটি গার্ড মো. আজিম হত্যার ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে র্যাব। হত্যার ৪ ঘণ্টার মধ্যেই শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব।
সোমবার (২৬ জুন) বিকেলে এ তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি বলেন, সিকিউরিটি গার্ড মো. আজিম হত্যা মামলার ক্লুলেস হত্যাকারীকে (১৬) আজ বিকেলে গ্রেফতার করা হয়। আগারগাঁও আবাসিক এলাকার একটি বাসায় সিকিউরিটি গার্ড হিসেবে মো. আজিম কর্মরত ছিল। উক্ত বাসার ভাড়াটিয়া মো. হান্নান হোসেনের ছেলের (১৬) সঙ্গে আগ থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সিকিউরিটি গার্ড আজিম বাগবিতণ্ডায় জড়িত থাকে।
আজ সকালে তারা দুজনে পুনরায় ঝগড়ায় লিপ্ত হয়ে ঝগড়ার এক পর্যায়ে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আসা সাগর হোসেনের হাতে থাকা ছুরি দিয়ে মো. আজিমের শরীরে ৫ থেকে ৬টি আঘাত করে পালিয়ে যায়।
তিনি বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় আহত আজিমকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যার পর হত্যাকারী পালিয়ে গেলেও তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত হত্যা মামলার আসামিকে ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচবি