বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা সাময়িক: শেখ বশিরউদ্দীন অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট

আগামী বছর তথ্যপ্রযুক্তি খাতে ব্যয় বাড়বে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:  ক্লাউড প্রযুক্তি গ্রহণের ফলে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি খাতে খরচের পরিমাণ বাড়বে। ২০১৯ সালে এ খাতে ৩ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান গার্টনার। ২০১৮ সালে এ খাতে মোট ব্যয় ধরা হয়েছিল ৩ দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার; অর্থাৎ আগামী বছরে তথ্যপ্রযুক্তি খাতে ব্যয়ের পরিমাণ ৩ দশমিক ২ শতাংশ বেড়ে যাবে। আইএএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গার্টনার বলছে, ডিভাইস বা যন্ত্রাংশ- যেমন পিসি, ট্যাব ও মোবাইল খাতেও আগামী বছর ২ দশমিক ৯ শতাংশ ব্যয় বাড়বে। আগামী বছর এ খাতে ব্যয় দাঁড়াবে ৭০৬ বিলিয়ন মার্কিন ডলার, যা এ বছর ছিল ৬৮৯ বিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার গার্টনারের রিসার্চ ভাইস প্রেসিডেন্ট জন-ডেভিড লাভলক বলেন, মুদ্রার অস্থিতিশীলতা ও সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ তথ্যপ্রযুক্তিতে ব্যয়ের ক্ষেত্রে এখনো বড় ভূমিকা রাখছে। এখন অনেকেই নিজস্ব সার্ভার কেনার বদলে ক্লাউড সেবার দিকে যাচ্ছে।

২০১৯ সালে এন্টারপ্রাইজ সফটওয়্যার খাতের প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি। এ খাতে ৮ দশমিক ৩ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হতে পারে। প্রায় সব ধরনের সফটওয়্যারের ক্ষেত্রেই সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস (সাস) হিসেবে প্রবৃদ্ধি বাড়ছে। এ ক্ষেত্রে কাস্টোমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) সফটওয়্যারের প্রবৃদ্ধি বেশি হচ্ছে।

গার্টনার বলছে, এ বছর ক্লাউড সফটওয়্যারগুলোর ২২ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। অন্যান্য সফটওয়্যারের প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ।

ইআরপি, সিআরএম ও সাপ্লাই চেনের কোর অ্যাপ্লিকেশনগুলো আগামী বছরও বেশির ভাগ আয় করবে, তবে নিরাপত্তা ও প্রাইভেসি সফটওয়্যারেও আগ্রহ দেখা যাবে।

আগামী এক বছরে প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা প্রযুক্তি স্থাপনের পরিকল্পনার কথা বলেছেন বিশ্বের অধিকাংশ প্রধান কারিগরি কর্মকর্তারা। এ নিয়ে গার্টনার এক সমীক্ষাও করেছে। তারা বলছে, এ বছর ডেটা সেন্টার প্রযুক্তির ৬ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হচ্ছে।

তবে আগামী বছর সার্ভারের চাহিদা কিছুটা কমবে। এরপর থেকে আগামী পাঁচ বছরজুড়েই সার্ভারের চাহিদা ১ থেকে ৩ শতাংশ হারে কমতে দেখা যাবে।

বাংলা৭১নিউজ/বিআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com