বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (চরমোনাই পীর) মাওঃ মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম বলেছেন, তার দল দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে দেশের মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দলের পক্ষ থেকে বাংলাদেশ ৩শ’ আসনে প্রার্থী দেবে।
রবিবার দুপুরে বাগেরহাট শহরের খারদ্বার মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের, বাগেরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামকে বিজয়ী করতে আলেমদের ভূমিকা রাখতে হবে। ইসলামের দুঃসময়ে আলেমরা অগ্রনী ভুমিকা রাখেন। স্বাধীনতার ৪৭ বছর পরেও বাংলাদেশে ইসলামী দল গুলোর তথা মুসলমানদের কোন অবস্থান নেই। বিগত দিনে ইসলামী দলগুলো অনৈসলামিক দলগুলোর সাথে মিশে ক্ষমতায় গেলেও সংসদে বসে মদের লাইসেন্সসহ বিভিন্ন ইসলাম বিরোধী আইন পাস করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচেষ্টায় বাংলাদেশে আলেমদের ফতোয়া দেয়ার স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত।
চরমনোই পীর আরও বলেন, জামায়াত ইসলামী একটি স্বাধীনতা বিরোধী দল। এ দলের মাধ্যমে কখনও বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব না। তাই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে দেশে ইসলাম কায়েমের সম্ভাবনা রয়েছে।
ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওঃ রুহুল আমিনের সভাপতিত্বে ওলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছারছীনা দরবার শরীফের পীর মাওঃ আরীফ বিল্লাহ সিদ্দিকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওঃ মোঃ আব্দুল আউয়াল, ফজলুল উলুম মাদ্রাসার মুহাতামীম মাওঃ মোঃ আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মাওঃ মোঃ মুজ্জাম্মিল হক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমিন, যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওঃ মোঃ নেছার উদ্দিন, ইসলামী আইনজীবি সমিতির কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট আতিয়ার রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপিত অধ্যাপক মাহবুবুর রহমান, মুফতি আঃ রহমান আজাদ, বাগেরহাট কামীল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবুল কালাম আজাদ।
সমাবেশ শেষে জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনের প্রার্থীদের নাম ঘোষনা করেন দলের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম। প্রার্থীরা হলেন, বাগেরহাট ১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে মোঃ লিয়াকত হোসেন, বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনে এ্যাডভোকেট আতিয়ার রহমান, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে মাওঃ শাহজালাল সিরাজী এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মাওঃ মোঃ আব্দুল মজিদ।
বাংলা৭১নিউজ/জেএস