বাংলা৭১নিউজ, ভোলা প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনের সময়ে বর্তমান সরকার থাকবে, সংসদ থাকবে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। বিএনপি যত প্রস্তাবই দিক না কেন নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ীই হবে।
শনিবার দুপুরে ভোলার চরফ্যাসনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সহায়ক সরকার বলতে সংবিধানে কোনো শব্দ নেই। পৃথিবীর কোনো সংবিধানেই এমন শব্দ নেই।
এ সমাবেশের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি এখন লাফাচ্ছে। তারা বলছেন আওয়ামী লীগ ৫০ আসনের বেশি পাবে না। আমি বলছি বিএনপি আগামী নির্বাচনে ৩০ আসনের বেশি পাবে না। কেননা তারা ক্ষমতায় থাকার সময় এলাকার জন্য কোন কাজ করেননি, কেবল লুটপাট করেছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, উন্নয়নের জন্যই মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে।
জ্যাকব বলেন, বিএনপি ক্ষতার আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের জেল জুলুম সহ্য করতে হয়েছে। অমানসিক নির্যাতন করা হয়ে ছিল। সেই সব ক্ষত আজও মানুষ ভুলে যায়নি।
চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না , ইউএনও মো. মনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে সকালে দুই মন্ত্রী ছয় কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে চরফ্যাশন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। পরে বিকালে তারা ভোলার বাংলাবাজারে এক জনসভায়ও বক্তৃতা করেন।
বাংলা৭১নিউজ/জেএস