বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে লক্ষাধিক মানুষের সমাগমে সাতক্ষীরায় তিনদিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। সোমবার সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত আখেরী মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা যুবায়ের।
তাবলীগ জামাতের সাতক্ষীরার প্রধান মুরব্বী মাওলানা আবু মুছা জানান, ইজতেমায় কোরিয়া, চীন, সিরিয়া, মরোক্কা, মালয়েশিয়া ভারতসহ ৬টি দেশের জামাতসহ লক্ষাধিক মুসুল্লীর সমাগম ঘটে। ইজতেমায় আগতদের থাকার জন্য ৫০ বিঘা জমির উপর প্যান্ডেল নির্মাণ করা হয়। এছাড়া সার্বক্ষণিক মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিলো পর্যাপ্ত।
এজতেমা শেষে সাতক্ষীরা থেকে দ্বীনের দাওয়াত দিতে বিভিন্ন মসজিদে ছড়িয়ে পড়েন এজতেমায় আগত মুসল্লিরা।
বাংলা৭১নিউজ/জেএস