শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫ মামলায় গ্রেফতার ১০০ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল মামলার তদন্তে পুলিশ নয়, আলাদা সংস্থার প্রস্তাব কমিশনের দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে তামিমের অবসর : যা বলছেন মুশফিক-রিয়াদ-শান্তরা মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল

আখাউড়া স্থলবন্দর সচল হওয়ার সম্ভাবনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: করোনাভাইরাসের বিস্তার রোধে সমগ্র ভারতজুড়ে চলা লকডাউনের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গত ২৪ মার্চ থেকে সব ধরনের পণ্য রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে প্রতিদিন দুই থেকে তিন লাখ ডলার মূল্যের পণ্য রফাতানি থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

তবে নতুন করে বন্দরটি সচল হওয়ার সম্ভাবনা জাগিয়েছে মাছ ও ফলমূল। আগরতলা কাস্টমসের ছাড়পত্র পেলেই মাছ আমাদিন করবেন ব্যবসায়ীরা। পাশাপাশি বিভিন্ন ফলমূলসহ জরুরি খাদ্যসামগ্রী নেয়ার কথাও জানিয়েছেন তারা।

আগামী দু’তিনদিনের মধ্যে রফতানি শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পাশাপাশি রফতানি শুরু হতে যাওয়ার খবরে যেন প্রাণ ফিরে পেয়েছেন শ্রমিকরাও। রফতানি শুরু হলে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার ডলার মূল্যের মাছ যাবে আগরতলায়। তবে দেশে ‘অঘোষিত লকডাউন’ চলার কারণে পণ্যবাহী ট্রাক বন্দরে আসা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আগরতলার ব্যবসায়ীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন পণ্য আমদানির ব্যাপারে। মাছ, ফলমূল ও অন্যান্য জরুরি খাদ্যসামগ্রী নিতে তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। সেখানকার কাস্টমস কর্তৃপক্ষের ছাড়পত্র পেলে আশা করছি দু’তিনদিনের মধ্যে আবারও রফতানি শুরু হবে। তবে অন্যান্য পণ্যগুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রফতানি বন্ধ থাকবে।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে তেল, সিমেন্ট, কয়লা, পাথর, মাছ, শুঁটকি, প্লাস্টিক সামগ্রী ও খাদ্যপণ্যসহ বিভিন্ন চাহিদাসম্পন্ন পণ্য আগরতলায় রফতানি করা হয়। গড়ে প্রতিদিন ৪০-৫০টি পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করে আগরতলায়। প্রতিদিন দুই থেকে তিন লাখ ডলার মূল্যের পণ্যসামগ্রী রফতানি করা হয়। কোনো কোনোদিন আরও বেশিও হয়। এসব পণ্য আগরতলা থেকে দেশটির সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে সরবরাহ করা হয়। তবে পণ্য রফতানি থেকে সরকার কোনো রাজস্ব না পেলেও বৈদেশিক মুদ্রার রেমিটেন্স পেয়ে থাকে।

বাংলা৭১নিউজ/জেআই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com