বাংলা৭১নিউজ, আখাউড়া: পবিত্র আশুরা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ শনিবার থেকে ১০দিন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমস সহকারি শুল্ক কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, পবিত্র আশুরা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার থেকে ১৭ অক্টোবর সোমবার পর্যন্ত ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
তবে ৯ ও ১০ অক্টোবর আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যে শুধু মাছ রফতানি করা হবে।
১৮ অক্টোবর মঙ্গলবার সকালে মাছ রফতানির মধ্যদিয়ে ফের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা (এএসআই) মো. পিয়ার হোসেন জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলা৭১নিউজ/বিএইচ