বাংলা৭১নিউজ,(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ‘কালনি এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে আখাউড়া-সিলেট রেলপথে ২ ঘণ্টা ট্রেনটি আটকা ছিল।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে ‘কালনি এক্সপ্রেস’ ট্রেনটি শমসেরনগর আসার পর ইঞ্জিনের ত্রুটির কারণে রাত ১২টা পর্যন্ত আটকা ছিল।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘কালনি এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হলে ২ ঘণ্টা আটকা পড়ে। তীব্র শীতের রাতে ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।
শমসেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমদ জানান, শনিবার বিকাল ৪টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে সিলেটগামী ‘কালনি এক্সপ্রেস’ ট্রেনটি।
পথিমধ্যে বিলম্বের কারণে রাত পৌনে ৯টার বদলে রাত ১০টায় শমসেরনগর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এখানে যাত্রাবিরতির পর ইঞ্জিনে ত্রুটির কারণে ট্রেনটি আটকা পড়ে। পরে সিলেট রেলওয়ে স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে রাত ১২টায় ‘কালনি এক্সপ্রেস’ ট্রেনটিকে সিলেট নিয়ে যায়।
তিনি বলেন, সিলেট থেকে রাতে বিকল্প ইঞ্জিন আসা পর্যন্ত শীতের কারণে এ ট্রেনের কুলাউড়া, মাইজগাঁও ও সিলেট স্টেশনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। ট্রেনটি রাত ২টার মধ্যে সিলেট পৌঁছালে রোববার সকালে আবার যথারীতি সময়মতো ‘কালনি এক্সপ্রেস’ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বাংলা৭১নিউজ/এইউএ