টাকা নিয়ে পণ্য না দেওয়া এবং হুমকির অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমান, চেয়ারম্যান, পরিচালকসহ সাতজনকে আসামি করে মামলাটি করেছেন এক ভুক্তভোগী।
শনিবার (১৯ মার্চ) সকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, আকাশ নীল নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন একজন ভুক্তভোগী। মামলার বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় অভিযোগ করা হয়েছে, বাদী ছাড়াও আরও ৩০ যুবককে স্বল্পটাকায় মাত্র ২৫ দিনে মোটরসাইকেল ডেলিভারি দেওয়ার নাম করে ছয় কোটি চার লাখ ৫৩ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।
মামলার আসামিরা হলেন- আকাশ নীলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমান, পরিচালক ইফতেখার উজ জামান রনি, এজেন্ট রাকিবুল হাসান, এজেন্ট সৈয়দ রুমান, চেয়ারম্যান খাদিজা বেগম, মশিউর রহমানের স্ত্রী শেয়ারহোল্ডার ফাতেমা আক্তারী, মৌসুমী আক্তার।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের আগস্ট মাসে তিনি (মামলার বাদী) ফেসবুকের মাধ্যমে জানতে পারেন আকাশ নীল নামের একটি প্রতিষ্ঠান মাত্র ২৫ দিনে মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করছে।
এমন বিজ্ঞাপন দেখে তিনি প্রতিষ্ঠানটিতে ছয়টি মোটরসাইকেল পাওয়ার আশায় বিনিয়োগ করেন। কিন্তু বেঁধে দেওয়ার সময়ও তিনি মোটরসাইকেল না পাওয়ায় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে চেক দেওয়া হলেও টাকা দেওয়া হয়নি। পরে টাকার জন্য চাপ দেওয়া হলে নানাভাবে হুমকি দিতে শুরু করেন মালিক মশিউর রহমান।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মামলার বাদী রুহুল আমিনের সবমিলিয়ে এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছে আকাশ নীল। তিনি ছাড়াও আরও ৩০ জন যুবকের কাছ থেকে ছয় কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি।
বাংলা৭১নিউজ/এসএইচ