বাংলা৭১নিউজ, ঢাকা: আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩৫ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ১৮ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৩ মিনিটে।
সূত্র: আবহাওয়া অধিদফতর।
বাংলা৭১নিউজ/সিএইস