ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, ইউক্রেনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতেই কিয়েভ সফরে যান প্রধানমন্ত্রী বরিস। এ সময়ে ইউক্রেনে ব্রিটেনের দীর্ঘমেয়াদি সহায়তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) ‘চমকপ্রদ’ ক্যাপশন লিখে দুই নেতার একটি ছবি প্রকাশ করেছে ব্রিটেনে ইউক্রেনের দূতাবাস।
এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়ান ও পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলও ইউক্রেন সফরে যান। তারা ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।
ভন ডের লিয়ান বুকা শহরেও সফরে যান। এই শহরটিতে ব্যাপক হত্যাকাণ্ড ও নৃশংসতা চালানো হয়েছে। শনিবার অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামেরও ইউক্রেন সফরে গিয়েছেন।
এছাড়া ফেসবুকে এক পোস্টে ইউক্রেইনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপ-প্রধান অ্যান্ড্রি সিবিহা বলেন, ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেওয়া শীর্ষস্থানীয় দেশ যুক্তরাজ্য। তারা যুদ্ধবিরোধী জোটেরও নেতা। তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বেলাতেও নেতৃত্ব দিয়েছে।
বাংলা৭১নিউজ/বিকে