বাংলা৭১নিউজ, ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আরও বাজেট দেবেন।
তিনি একজন সম্মানিত ব্যক্তি। তার প্রতি প্রধানমন্ত্রীর আস্থা আছে। বুধবার সংসদে তোপের মুখে থাকা অর্থমন্ত্রীর পক্ষ নিয়ে এসব কথা বলেন তিনি।
গত দুইদিন সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকার এবং বিরোধী দলীয় এমপিরা অর্থমন্ত্রীর সমালোচনায় মুখর ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সমালোচনা করার অধিকার আমাদের সবার আছে। কিন্তু এই সমালোচনা হবে গঠনমূলক। যিনি একজন প্রাজ্ঞ, যিনি ১২টি বাজেট দিয়েছেন, জনাব জিয়াউদ্দিন বাবলু বলেছেন, আপনার দরকার নাই। ১২টা দিয়েছেন, আপনি এখন বিদায় হন।
আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে বর্তমান অর্থমন্ত্রী আরও আজেট দেবেন। মন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর বয়স নিয়ে কথা বলেছেন বাবলু। আপনাদের নেতা এইচ এম এরশাদের বয়সের কথা চিন্তা করেন না?
তার বয়স অর্থমন্ত্রীর বয়সের চেয়ে পাঁচ বছর বেশি। তোফায়েল আহমেদ আরও বলেন, এ বাজেট সংসদে পেশ করার আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। আমার কোনো কথা থাকলে সেটাই (মন্ত্রিসভা) ছিল প্রপার প্লেস। বাজেট পেশের পর এমপিরা বলতে পারেন।
বাংলা৭১নিউজ/জেএস