বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আওয়ামী লীগের এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আবদুল মতিন মাস্টার (৬৫)। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মঠবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিউর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য হাফিজুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, আজ ফজরের নামাজের সময় আবদুল মতিন মাস্টারকে মসজিদে দেখতে না পেয়ে মুসল্লিরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাঁর গলাকাটা লাশ দেখতে পান তাঁরা। ওই পুকুরে মাছ চাষ করা হয়।
আবদুল মতিন মাস্টার রাতে মাছের খামারে ঘুমিয়েছিলেন বলে জানান হাফিজুর রহমান। মতিন স্থানীয় খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।
ত্রিশাল থানার ওসি মো. জাকিউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস