বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সকাল সাগে ১১টার সময় দলিয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কেক কেটে মিষ্টি বিতরন করা হয়। পরে আনন্দ র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফুলবাড়ী বাজারের তিন কোনার মোড়ে পথ সভা অনুষ্টিত হয়েছে।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মি উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক দেলোয়ার হোসেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, যুবলীগ সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক মিলন, শ্রমিক লীগ সভাপতি মুকুল মিয়া প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস