বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।
শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধাঞ্জলী জাতির পিতার প্রতিকৃতির বেদীতে রাখেন।
তিনি এ সময় স্বাধীন বাংলাদেশের স্থপতি এই মহান নেতার সম্মানে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর দলের সিনিয়র সহকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরেকটি শ্রদ্ধাঞ্জলী জাতির পিতার প্রতিকৃতির বেদীতে অর্পণ করেন।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস