বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী গ্রামে বিরোধীয় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা মন্টু মিয়া ও আকরাম আলীর সমর্থকদের মধ্যে গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়েছে। আর এ ঘটনায় উভয় দলের মধ্যে ২০ জন আহত হয়েছে। এছাড়া ১৫ টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিন্টু মিয়া ও আকরাম আলীর মধ্যে স্থানীয় নেতৃত্ব, আধিপত্য বিস্তার ও বিরোধীয় জমি দখলের ঘটনা নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো।
গতকাল মঙ্গলবার সকালে বিরোধীয় ওই জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের সমর্থকরা স্থান ত্যাগ করে অন্য স্থানে যেয়ে সংঘর্ষ শুরু করে।
এ ভাবে থেমে থেমে দিনভর সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে মিলন, মোল্লা, সাখাওয়াত আলী, সোহেল, পলাশ, বাশার, বাদলমোল্লা, মাহফুজার, নিজাম, কায়েশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরো জানায়, সংঘর্ষকারীরা পাখি মাস্টার, বাকী মিয়া, মাহফুজার, সাহেব, আতর মিয়া, রুহুল মিয়া, ইশারত, তবিবর, লিটন, হাকিম, আলীম, কায়েশ, জাফর ও কিবরিয়ার বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পাহাড়া দিচ্ছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস