শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আওয়ামী লীগের গনতন্ত্র মানে ভাওতাবাজীর গনতন্ত্র-চৌধুরী কামাল ইবনে ইউসুফ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, আওয়ামী লীগ মুখেই শুধু গনতন্ত্রের কথা বলে। তাদের কথার সাথে কাজের কোন মিল নেই। আওয়ামী লীগের গনতন্ত্র মানে ‘ভাওতাবাজী গনতন্ত্র’। তাদের কাছে গনতন্ত্র বলে কিছু নেই। আওয়ামী লীগের বর্তমান অবস্থা ভয়াবহ। তারা এখন শুধু বিএনপিকেই নয়, নিজেদের ছায়া দেখলেও ভয় পায়। দেশে আইনের শাষন নেই বলেই তারা যা ইচ্ছে তাই করছে। আওয়ামী লীগের দুঃশাষনের কারনে দেশের কোন মানুষই শান্তিতে নেই। দেশের মানুষকে ভয়ের মধ্যে রেখে তারা দেশ পরিচালনা করছেন। বিএনপির কর্মসূচিতে বাঁধা প্রসঙ্গে চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, কোন কর্মসূচিই পালন করতে দিচ্ছে না পুলিশ। এসবের জবাব একদিন দিতেই হবে। সোমবার দুপুরে ফরিদপুর জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপিপন্থি আইনজীবিদের ব্যানারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুর রহমান খান মিলু। অনুষ্ঠানে অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন আইনজীবি সমিতির সাধারন সম্পাদক আওলাদ আলী মিয়া, আইনজীবি সমিতির সাবেক সভাপতি গোলজার হোসেন মৃধা, জেলা বিএনপির সহ সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গী, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নাননু, জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট আঃ হান্নান, অ্যাডভোকেট লুৎফর রহমান পিলু, অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন, বিএনপি নেতা এবি সিদ্দিকী মিতুল, যুবদলের সাধারন সম্পাদক একে কিবরিয়া স্বপন, গোলাম মোস্তফা মিরাজ, অধ্যক্ষ সেলিম মিয়া,অ্যাডভোকেট আশুতোষ টিকাদার শীতল, ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজসহ বিএনপিও সহযোগী সংগঠনের নেতৃবন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মামুনুর রশিদ। পরে আইনজীবিদের মধ্যে নতুন সদস্য ফরম বিতরনের মধ্যদিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অপরদিকে ফরিদপুরের সুধি সমাজ গত দুইদিনে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে পুলিশের বাঁধা দেওয়ায় নিন্দা জানিয়েছেন।

চরভদ্রাসনে সাপের কামড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের সাইদ প্রামানিকের শিশুপুত্র রাব্বি প্রামানিক (৮) সোমবার সকাল পৌনে সাত টায় বতবাড়ীর দুই ঘরের চিপা দিয়ে পাশের বাড়ী যাওয়াকালে বিষধর সর্প দংশনে মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। সাপে কাটার দু’ঘন্টা পর শিশুটিকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদ হোসেন তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত শিশুর শোকাহত পিতা জানান, সকালে ঘুম থেকে উঠে শিশুটি খেলাচ্ছলে পাশের বাড়ী যাচ্ছিল। এ সময় দুই ঘরের চিপায় ফেলে রাখা কাঠ ও আবর্জনার মধ্যে বিষধর সাপ লুকিয়ে ছিল এবং শিশুটির বাম পায়ের নিচের অংশে সাপে দংশন করে। পরে গ্রামগঞ্জের দু’জন ওঝাঁর কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়। ওঝাঁরা ঝাড়ফুঁক করার পর শরীর থেকে সাপের বিষ বের করে ফেলেছে বলে অজুহাত দিয়ে পায়ে বাঁধা রশি খুলে ফেলে। কিছুক্ষন পরেই শিশুটি মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com