বাংলা৭১নিউজ, ফতুল্লা (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে চিরকুট লিখে লামিয়া আক্তার (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার ফতুল্লার হরিহরপাড়া শান্তিনগর এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির একটি ভাড়া দেয়া কক্ষ থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
লামিয়া আক্তারের লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
চিরকুটে লেখা আছে- ‘পিয়াস, আমি তোমাকে ভালোবেসে যে ভুল করেছি তার মাসুল দেব। তুমি আমাকে ঠকালে, তোমার মিথ্যার কাছে আমার ভালোবাসা হেরে যেতে পারে না। আই হেট ইউ পিয়াস।’
লামিয়া আক্তারের বাবা ওই বাড়ির ভাড়াটিয়া ইসমাইল হোসেন জানান, পার্শ্ববর্তী বাড়ির পিয়াস নামে এক যুবকের সঙ্গে লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। কিন্তু লামিয়া আমাদের কখনো কিছু বলেনি। পিয়াসের সঙ্গে কী নিয়ে অভিমান করে লামিয়া আত্মহত্যা করেছে তাও জানি না।
তিনি জানান, লামিয়া বাসায় তার মায়ের সঙ্গে সাংসারিক কাজকর্ম করত।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশ থেকে পাওয়া চিরকুটটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এন