লার্ন গিটার উইথ আসাদ (এলজিডব্লিউএ)-এর অষ্টম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয় তরুণ ও খুদে গিটারিস্টদের এক মিলনমেলা। রকস্টার আইয়ুব বাচ্চুকে স্মরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরম্ভ করা হয় এবং শেষ করা হয় তার বিখ্যাত চলো বদলে যাই গানটি সম্মিলিত কণ্ঠে গেয়ে। কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে সম্মান জানিয়ে পুরো আয়োজনটি তাকে উৎসর্গও করা হয়।
এলজিডব্লিউএর প্রতিষ্ঠাতা, শিক্ষক এবং জনপ্রিয় ব্যান্ড ভাইকিংসয়ের গিটারিস্ট হাসান আসাদ বলেন, ‘যার গিটার বাজানো শুনে এ দেশের হাজার হাজার তরুণ গিটারিস্ট হওয়ার স্বপ্ন দেখেছে তিনি সব সময় আছেন, ছিলেন এবং থাকবেন আমাদের সঙ্গেই।’
যদিও গল্প, আড্ডার সাথে সাথে গিটার শেখার ধারণা থেকেই লার্ন গিটার উইথ আসাদ/ Learn Guitar With Asad (LGWA) যাত্রা শুরু করেছিল ২০১৩ ইং সালে তবুও এর প্রতিষ্ঠাতা এবং শিক্ষক জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস-এর গিটারিস্ট হাসান আসাদ এর মূল উদ্দেশ্য ছিল যেকোনও বয়সীদেরকে সহজে গিটারের A থেকে Z পর্যন্ত পাকাপোক্ত করে তোলা।
শুরু থেকেই অফলাইন ক্লাসের পাশাপাশি দেশের বাইরের শিক্ষার্থীদের জন্য ছিল অনলাইন ক্লাসের ব্যবস্থা। কোভিড ১৯ পরিস্থিতিতে গত ২৬ মার্চ ২০২০ ইং থেকে লার্ন গিটার উইথ আসাদ(এলজিডব্লিউএ) এখন একটি পরিপূর্ণ অনলাই গিটার লার্নিং স্কুল। দেশ ও দেশের বাইরের অনেক শিক্ষার্থী এখন অনলাইলে গিটার শিখছে এবং প্রতিদিনই এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানটির সহযোগী হিসেবে ছিল মেলেডি এন্ড কোং, এলসিএলএস সাউথ, কেএইচসি, একটিভ এভি প্রমুখ প্রতিষ্ঠান।
বাংলা৭১নিউজ/এমএস